জীবননগরে পিয়াস ব্রিক্সে চাঁদার দাবিতে বোমা বিস্ফোরণ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের উথলী ইউনিয়নের দেহাটি পিয়াস বিক্সে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে অজ্ঞাত দুর্বৃত্তরা ২টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদবাজচক্র ইটভাটায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকাবাসীকে আতঙ্কিত করে তোলে। খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ হুমাযুন কবীর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ রাতেই চাঁদাবাজচক্রকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি। পিয়াস ব্রিক্সের মালিক আকুল হোসেন জানান, গতকাল শনিবার সকাল ১০টার দিকে জনৈক ব্যক্তি নিজেকে পুর্ববাংলা কমিউনিস্ট পাটির খুলনা বিভাগীয় নেতা সাগর পরিচয় দিয়ে ০১৮২৪-৯৮৪৫৫৩ নম্বর মোবাইল থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় দিনভর ফোনে নানা হুমকি দিয়ে আসছিলো। রাত সাড়ে ৯টার দিকে শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই শ্যামল সমদ্দারের সাথে ইটভাটা সংলগ্ন পেট্রোল পাম্পে বসে আলোচনা করাকালে চাঁদাবাজ চক্র ইটভাটার পেছনের খাল পথের দিক থেকে ২টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বেপরোয়া চাঁদাবাজ চক্রের উৎপাতে ইটভাটা মালিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।