জীবননগরে পথসভায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন

বঙ্গবন্ধুর স্বপ্নের ছাত্রলীগ হয়ে আগামী দিন নেতৃত্ব দিতে হবে

জীবননগর ব্যুরো: বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জীবননগরে এক পথসভায় প্রধান বক্তার বক্তৃতায় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেছিলেন, ছাত্রলীগ মানে বাঙালি ও বাংলাদেশ। বঙ্গবন্ধু ছাত্রলীগকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি বলেন ছাত্রলীগকে মেধাবী হতে হবে। লেখাপাড়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের ছাত্রলীগ হয়ে আগামী দিন নেতৃত্ব দিতে হবে।

জীবননগর উপজেলা ছাত্রলীগ সভাপতি পৌর কাউন্সিলর সোয়েব আহাম্মদ অঞ্জনের সভাপতিত্বে বাসস্ট্যান্ড মঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ এগিয়ে চলেছে। জননেত্রী যখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন তখন বিরোধী দলের অনেকে তা নিয়ে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু তাদের সেই ব্যাঙ্গাত্ব আজ ভুল প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করছেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি পৌর কাউন্সিলর ওয়াসিম রাজার পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাকিব হাসান সুইম, সহসম্পাদক রিজভী হাসান মাহমুদ হিরণ, ছাত্রবৃত্তি বিষয়ক উপসম্পাদক জাবিন মুস্তাকিম, সমাজসেবা বিষয়ক উপসম্পাদক এমএ হানিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অসিত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি সাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ ও জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আ. সালাম ঈশা। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু ও সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।