জীবননগরে নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট করায় দুস্থদের ভিজিএফ থেকে বঞ্চিত করার অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় মেয়র ও সীমান্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করা দুস্থদের ভিজিএফ থেকে বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জীবননগর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী  নাসির উদ্দিন ও সীমান্ত ইউনিয়নে পরাজিত জাকির হোসেন বৃহস্পতিবার সংশ্লিষ্ট দফতরে এ অভিযোগ করেছেন। এছাড়াও সীমান্ত ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পরাজিত নাসির উদ্দিন ও সীমান্ত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত জাকির হোসেন গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর পৃথক অভিযোগে দাবি করেছেন। প্রকৃত পক্ষে দুস্থ হওয়া সত্বেও কেবলমাত্র তাদের নৌকা প্রতীকের পক্ষে ভোট করায় বিপুল সংখ্যক দুস্থ মানুষকে এবার ভিজিএফের কার্ড দেয়া হয়নি। সরকারি নিয়ম ও নীতিমালা উপেক্ষা করে অনিয়ম করা হয়েছে। অভিযোগকারীগণ এ অনিয়মের তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। এছাড়াও সীমান্ত ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করা হয়েছে বলে নবনির্বাচিত সদস্য আব্দুল কাদের অভিযোগ করেছেন। তিনি বলেছেন প্রত্যেককে ২০ কেজি হারে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১৬ থেকে ১৭ কেজি করে। অবশ্য আব্দুল কাদেরের এ অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। তিনি বলেছেন, প্রত্যেককে তাদের চাল ওজন করে বুঝ করে দেয়া হয়েছে। কম দেয়ার অভিযোগ ভিত্তিহীন।