জীবননগরে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে এমপি টগর : জনতার সহযোগিতায় জঙ্গিবাদ দমনে সফলতার পথে পুলিশ

 

জীবননগর ব্যুরো: জীবননগরে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসেনর সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, সমাজে প্রতিনিয়ত ছোট-খাটো অঘটন ঘটে। ছোট এ সব বিষয় নিয়ে কেউ থানায় এসে মামলা করেন আবার অপরপক্ষ আদালতের আশ্রয় নেন। মামলার কারণে দুপক্ষকেই নাজেহাল হতে হয়। পুলিশিং কমিটি সক্রিয় থাকলে এসব ছোট বিষয়গুলো গ্রামে বসেই মিটিয়ে ফেলা সম্ভব। তিনি জনতার পুলিশ-পুলিশই জনতা হৃদয়ে লালন করে প্রতিটি পুলিশ সদস্যকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, থানাকে দালালমুক্ত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনতার সহযোগিতায় দেশ থেকে জঙ্গিবাদ দমনে পুলিশ সফলতার পথে এগিয়ে চলেছে। পুলিশের জোরালো ভূমিকার কারণে জঙ্গিরা আজ স্বেচ্ছায় পুলিশের নিকট আত্মসমর্পণ করছে।

জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলু রহমান ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান। আব্দুস সালাম ঈশার উপস্থাপনায় বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর আবুল কাশেম ও সাংবাদিক সালাউদ্দীন কাজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর থানার ওসি লিয়াকত হোসেন। সাবেশে সুধী, রাজনৈতিক দলের নেতৃবর্গ, জনপ্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।