জীবননগরে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের ৫ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

SAMSUNG CAMERA PICTURES

 

জীবননগর ব্যুরো: ইংরেজি বিষয়ের ওপর শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে জীবননগরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের ৫ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে ইউএনও নুরুল হাফিজ আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। উপজেলা পরিষদের অর্থায়নে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

শিক্ষা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে চলতি অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ২৫ জন শিক্ষককে ইংরেজি দক্ষতা বৃদ্ধির এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দু শিফটে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষরা প্রথম শিফটে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম ও উপজেলা ইন্সট্রাক্টর হাবিবুর রহমান বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু ও উথলী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সায়েমুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কলেজ ও স্কুলের বেশ কয়েকজন শিক্ষক কোর্সে ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।