জীবননগরে আ.লীগের নেতাকর্মীদের সাথে নির্বাচনী প্রস্তুতিসভায় এমপি আলী আজগার টগর

মানবতা বিরোধী অপশক্তিকে রুখে দিয়ে আবারো শেখ হাসিনা সরকার গঠনে কাজ করতে হবে
জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে কূশল বিনিময়, সভা-সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর আ.লীগের নেতাকর্মীদের সাথে নির্বাচনী প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় এমপি আলী আজগার টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার স্থপতি, বাঙালি জাতির মুক্তিদাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধশীল সোনার বাংলাদেশের। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক কালো রাতে এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে তার সে সোনালী স্বপ্নকে ভেঙে চুড়মার করে দেয়। রচনা করে এক কালো অধ্যায়ের। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আ.লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে দেশকে এগিয়ে নিয়েছে সমৃদ্ধির পথে। দেশের মানুষ আজ মহা সুখে শান্তিতে বসবাস করছে। উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। বাংলার মাটিতে উন্নয়নের মাইল ফলক হিসেবে সর্ণাক্ষরে লেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। জনগণ উন্নয়নে বিশ্বাসী। বিগত সরকার দেশের মানুষকে ঠকিয়ে নিজেদের আখের গুছাতে সময় কাটিয়েছে। তাই জনগণ তাদের উচিত জবাব দিয়েছে পরপর দুটি নির্বাচনে। শান্তিপ্রিয় দেশবাসী বুঝতে শিখেছে। তাই আগামী নির্বাচনেও নৌকা প্রতীককে বিজয়ী করার মধ্যদিয়ে সুমচিত জবাব দেবে গোপন ব্যালটের মাধ্যমে। তাই আসুন দেশ, জাতি তথা সমাজের উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে আ.লীগের পতাকাতলে সমাবেত হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তূজার সভাপতিত্বে সভায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. লতিফ অমল, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, আন্দলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন। উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন, আ.লীগ নেতা আব্দুল হান্নান, আ. মালেক মোল¬া, বজলুর রহমান, জসিম উদ্দিন জালাল, আ. কাদের প্রধান, রবিউল ইসলাম প্রমুখ।