জীবননগরে অর্ধকোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টিম জীবননগর উপজেলা শহরের দৌলৎগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড়, শার্টপিস ও থান কাপড় উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে বহনকৃত পিকআপটি। আটককৃত ভারতীয় কাপড়ের আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ গোপন সংবাদে জানতে পারেন জীবননগর সীমান্ত দিয়ে একটি চোরাচালানিচক্র ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় পাচার করে আনছে। সংবাদের ভিত্তিতে তিনি রাত সাড়ে ৩টার দিকে নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টিম জীবননগরে পাঠান। বিজিবি সদস্যরা এ সময় দৌলৎগঞ্জে একটি পিকআপ আটক করে তাতে তল্লাশি চালায়। তল্লাশি করে ১ হাজার ১৮ পিস ভারতীয় শাড়ি, ৬৭ পিস শার্ট পিস ও ৩৩৮ মিটার থানকাপড় উদ্ধার করে। অভিযানকালে পিকআপের ড্রাইভার ও হেলপার পিকআপ ফেলে পালিয়ে যায়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ ৯২ হাজার ৫ টাকা। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।