জীবননগরের সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদরাসার এতিমখানার হোস্টেল সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদরাসার এতিমখান সেক্রেটারি ও হোস্টেল সুপার মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গত দেড় বছরে তিনি ভুয়া ভাউচারের মাধ্যমে ৪৮ হাজার ৪০৫ টাকা তছরূপ করেছেন বলে তদন্তে উঠে এসেছে। ৩ সদস্যের তদন্ত দল সম্প্রতি তাদের তদন্ত শেষ করে মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে এ অর্থ তছরূপের প্রতিবেদন জমা দিয়েছেন।

মহিউদ্দিন সেনেরহুদা মাদরাসার এতিমখানার সেক্রেটারি ও হোস্টেল সুপার হিসেবে গত বছরে ফেব্রুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর নিয়মানুযায়ী এতিমখানা পরিচালনা কমিটির সভা করার কথা থাকলেও তিনি গত ১৮ মাসে কোনো সভা করেননি। বিষয়টি খতিয়ে দেখতে মাদরাসা কমিটি ৩ সদস্যর একটি তদন্ত টিম গঠন করেন। তদন্ত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে অপর দু সদস্য এসএম রাশেদুল হক ও মোল্লা রকিব উদ্দিন তদন্তে নামেন। তদন্তকালে তদন্তদল দেখতে পান গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র রমজান উপলক্ষে এতিমখানা বন্ধ থাকলেও হোস্টেল সুপার এ সময় নিয়মিত এতিমদের জন্য বাজার খরচ দেখিয়ে ভাইচারের মাধ্যমে টাকা উত্তোলন করেছেন। দুজন ছাত্রের জমাকৃত অর্থ ফান্ডে জমা না দেখানোসহ নানা খাতে অনিয়ম করে ৪৮ হজার ৪০৫ টাকা তছরূপ করা হয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, তদন্ত কাজ পরিচালনাকালে এতিমখানার সকলে সহযোগিতা করলেও হোস্টেল সুপার মহিউদ্দিন কোনো সহযোগিতা করেননি। সহযোগিতা করলেও অর্থ তছরূপের পরিমাণ কম-বেশি হতে পারতো।