জীবননগরের আন্দুলবাড়িয়া স্পট মিটারিং কার্যক্রম শুরু

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুত এ স্লোগান নিয়ে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে জীবননগরের আন্দুলবাড়িয়া স্পট মিটারিং কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করণের লক্ষ্যে গতকাল বুধবার সকাল ৯টায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দর্শনা সাব জোনাল অফিসের আয়েজনে দুর্নীতিরোধ ও গণসচেতনা বৃদ্ধিকরণে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার ম-ল। উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মদ, রিটেইনার প্রকৌশলী কুমারেশ চন্দ্র রায়, দর্শনা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার অমিত দাস, জীবননগর পল্লী বিদ্যুত সমিতি অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম, সহকারী জুনিয়ার প্রকৌশলী আলতাব হোসেন ও ওয্যারিং পরিদর্শক একে আজাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে নীতিমালা মোতাবেক ১০১ জন আগ্রহী গ্রাহক আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুতায়নের ইচ্ছা প্রকাশ করে তৎক্ষণাত আবেদনপত্র জমা দেয়ায় সকল গ্রাহকগণকে একযোগে মিটারসহ সরজ্ঞামাদি প্রদান করা হয়। দুর্নীতি ও গ্রাহক হয়রানী রোধে কর্তৃপক্ষ এ মহতি উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতিকে সাধুবাদ জানিয়েছেন।