জীবননগরের আন্দুলবাড়িয়ায় দা ও ছুরি নিয়ে কতিপয় যুবকের মহড়া : জনতার ধাওয়া

 

স্টাফ রিপোটার: সকালে থানায় অভিযোগ করে সন্ধ্যায় দা ও ছুরি নিয়ে মহড়া দেয়াকালে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে দা ও ছুরি ফেলে উঠতি বয়সী কয়েক যুবক বাজার ছেড়ে পালিয়েছে। গতকাল সন্ধ্যায় জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের দোয়েল চত্বরে এ ঘটনা ঘটে। বাজারে টান টান উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জীবননগর থানার এসআই মকবুল হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আন্দুলবাড়িয়া কলেজের কয়েকজন শিক্ষার্থীর মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। আন্দুলবাড়িয়া গ্রামের একরামুল হকের ছেলে শরাফত ইসলাম বাদী হয়ে রিপন, সোহেলসহ ৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের বাদী মেহেদী, মামুনসহ কয়েকজন যুবককে সাথে নিয়ে দা ও ছুরি হাতে সন্ধ্যায় বাজারে মহড়া দেয়। প্রতিপক্ষকে খুঁজতে থাকে। তারা ফুটবল মাঠের গেটে প্রতিপক্ষকে পেয়ে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। মহড়া দেয়া যুবকরা স্থানীয় জনতার ধাওয়া খেয়ে দা ও ছুরি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায়  বাজারে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ একটি দা ও একটি ছুরি জনতার নিকট থেকে উদ্ধার করে জব্দ করেছে।