জীবননগরের আন্দুলবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন প্রত্যাহার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আন্দুলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মীর মখলেছুর রহমান টজো তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ কারণে বর্তমানে এ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসেন, স্বতন্ত্র প্রার্থী ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র্মীজা হাকিবুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী শেখ শফিকুল ইসলাম মুক্তার, স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী সাব্দার রহমান ও বিএনপি মনোনীত প্রার্থী আতিয়ার রহমান। অপরদিকে সীমান্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্রপত্র প্রত্যাহার করেননি। এ ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ মনোনীত জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইজাজুল হক বিশ্বাস, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোসাবুল ইসলাম লিটন ও বিএনপি মনোনীত মঈন উদ্দীন ময়েন।