জীবননগন বালিহুদা-চাকলা সড়কটি ভেঙে যাতায়াতের অনুপযোগী : সংস্কারের দাবি

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলাধীন রায়পুর ইউনিয়নের জীবননগর বালিহুদা-চাকলা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়- জীবননগর উপজেলার বালিহুদা-চাকলা গ্রামের যাতায়াতের সড়কটি ভেঙে যাওয়ায় চলাচলের একমাত্র সড়কটি ভেঙে গেছে এবং ভেতরে বেশ কিছু জায়গা নিয়ে ধসে গিয়েছে। কোনো সময় ভেঙে পড়ে তা বোঝা মুশকিল। সড়কটির পাশ দিয়ে নদী বয়ে যাওয়ায় বৃষ্টির সময় সড়কটি ধসে নদীর স্রোতে চলে যায়। সড়কটি ভেঙে যাওয়ার ফলে ওই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এই সড়কটির বিষয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বললে তারা মাথাভাঙ্গাকে জানান যে, অনেক দিন যাবত এই রাস্তাটি ভেঙে থাকলেও নতুন করে সংস্কার না করায় আমাদের চলাচলের সমস্যা হচ্ছে, ভ্যান-নসিমন ও করিমন ভাঙা রাস্তা পর্যন্ত গিয়ে আবার পেছনে ফিরে আসছে। এছাড়াও তারা সড়কটি অনেক দিন অচল অবস্থায় থাকার পরেও রাস্তাটি দ্রুত সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেন এবং আবারও রাস্তাটি যাতে তাড়াতাড়ি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। ওই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামের সাথে কথা বলে জানতে চাইলে তিনি বলেন, আমরা ওই রাস্তাটি সম্পর্কে উপজেলা চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি। তারা আশ্বস্ত দিয়েছেন যে, খুব শিগগিরই এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।