জামিন পেলেন জয়ললিতা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের তামিলনাডু রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী জে জয়ললিতা দেশটির সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আজ সুপ্রিম কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করে। এর আগে একটি দুর্নীতি মামলায় জয়ললিতাকে ৪ বছরের কারাদণ্ড ও ১০০ কোটি রুপি জরিমানার রায় দেন আদালত। পরবর্তীতে কর্ণাটক হাইকোর্ট এআইএডিএমকে প্রধানের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি ৯ অক্টোবর জামিনের জন্য সুপ্রিমকোর্টে আবেদন দাখিল করেন। সুপ্রিমকোর্ট জয়ললিতার বিরুদ্ধে আদালতের দণ্ড বহাল রেখে তাকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন। একইসাথে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য মামলার কাগজপত্র দু মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন। এজন্য আদালত ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন। জয়ললিতা ছাড়াও সুপ্রিমকোর্ট থেকে জামিন পেয়েছেন মামলার বাকি তিন দণ্ডপ্রাপ্ত শশিকলা, ভিএন সুধাকরণ এবং ইলাবারসি।