জাফরপুর মোড়ের অদূরে পুলিশ সেজে পথচারীকে বোকা বানিয়ে ছিনতাই!

 

জাফরপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা রিকশা-ভ্যানশ্রমিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফরপুরের আশাদুলকে বোকা বানিয়ে তার মোবাইলফোনটি নিয়ে চম্পট দিয়েছে মোটরসাইকেল আরোহী দু ছিনতাইকারী। গতরাত ১০টার দিকে জাফরপুর মোড়ের অদূরে এ ঘটনা ঘটে।

আশাদুল ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, শরীরে জ্বর। মাথা যন্ত্রণা। সহ্য করতে না পেরে ওষুধ নেয়ার জন্য জাফরপুর মোড়ের আবুল কাশেম ডাক্তারের ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে ফিরছিলাম। রাস্তায় পালসার মোটরসাইকেল নিয়ে এসে পাশে দাঁড়ালো। বললো- এই দাঁড়া। কোথায় যাচ্ছিস? বললাম- বাড়ি। কোথায় গিয়েছিলি? ওষুধ কিনে বাড়ি যাচ্ছি বললে মোটরসাইকেলের দুজন পুলিশ বলে পরিচয় দিয়ে বলে কাছে কি আছে? বললাম মোবাইলফোন আর এই ওষুধ ছাড়া কিছু নেই।

মোবাইলফোনটা ও ওষুধগুলো নিয়ে বললো, যে দোকান থেকে ওষুধ কিনেছিস সেখানে আয়। আমি হাঁটা শুরু করলাম। ওরা সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলো। তাকিয়ে তাকিয়ে দেখলাম। বুঝলাম, ওরা ছিনতাইকারী। পুলিশ পরিচয়ে আমাকে বোকা বানিয়ে ছিনতাই করে নিয়ে গেলো।