জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কোটচাঁদপুর হাইস্কুল ও সাফদারপুর এসডি কলেজ শীর্ষে

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষে রোববার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কোটচাঁদপুর বিজ্ঞান ক্লাব তাদের প্রজেক্ট উপস্থাপন করেন। এর মধ্যে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করে। গতকাল রোববার বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহম্মেদ। জুনিয়র গ্রুপে উপস্থিত বক্তা ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম পুরস্কার অর্জন করে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পিয়াস মালাকার। সিনিয়র গ্রুপে সাফদারপুর এসডি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র সাজ্জাদুল হক সাদি ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজ্ঞান একাদশ শ্রেণির ছাত্র আশিক করিম প্রথম স্থান অধিকার করেন।