জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে ঝিনাইদহে মতবিনিময় অনুষ্ঠিত

 

ঝিনাইদহ অফিস: নিরাপদ সড়ক চাই ঝিনাইদহ জেলা শাখার মতবিনিময় গতকাল শনিবার ঝিনাইদহ সরকারি কেসি কলেজে কথনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক আব্দুর রহমান মিল্টনের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

গত ২৬ সেপ্টেম্বর ঢাকায় সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান সংক্রান্ত সভার সিদ্ধান্ত জেলা নেতৃবৃন্দের অবগত করানো হয়। এসবের মধ্যে ছিলো বাংলাদেশের জাতীয় দিবসসমূহ নিসচার ব্যানারে পালন, জাতীয় নিরাপদ সড়ক দিবস ও নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠা দিবস পালন, যানবাহন মালিক ও শ্রমিকদের সাথে নিয়মিত সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা, স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকদের সচেতন করা। এছাড়া জেলা পর্যায়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন ছড়িয়ে দিতে ২২ অক্টোবর দিবসটি যথাযথ গুরুত্ব দিয়ে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন শহরে সড়ক মহাসড়কে ব্যানার ফেস্টুন নিয়ে ৱ্যালি, শহীদ মিনারে আলোচনাসভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- নিসচা ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাকিব মোহাম্মদ আল হাসান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক শারমিন জোয়ার্দ্দার। এছাড়া বিএম আনোয়ার হোসাইন, এম আশরাফুল আরেফিন, মাহবুব হাসান, অমিত শাহরিয়ার, তাপসী সাহা, রানা কর্মকারসহ নির্বাহী সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।