জাতীয় কবির ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কার্পাসডাঙ্গায় আগামীকাল থেকে দুদিনব্যাপি উৎসব শুরু

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় স্মৃতি বিজরিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদিনের কর্মসূচি আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ মে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ২৫ মে অর্থাত ১১ জ্যৈষ্ঠ জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।২৪ মে শনিবার সকাল ১০টায় উপজেলা পর্যায়ে নজরুল সঙ্গীত ও কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি এবং নৃত্য (ক ও খ বিভাগ)। ‘ক’ বিভাগ প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি, ‘খ’ বিভাগ সপ্তম থেকে দশম শ্রেণি এবং ‘গ’ বিভাগ একাদশ থেকে তদুর্ধ পর্যন্ত। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট উপকমিটি প্রতিযোগিতা তদারকি করবেন। ২৫ মে রোববার সকাল ৯টায় স্কুল,কলেজ, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন সামাজিক ও সুধীজনের সমন্বয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি কার্পাসডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হবে। এরপর সকাল সাড়ে ৯টায় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।