জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ‘সবারজন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি চাই, খাদ্য অধিকার আইন চাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে জমায়েত, আলোচনাসভা ও ৱ্যালি অনুষ্টিত হয়েছে। চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও সিভিল সার্জন ডা. মুহা. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ, নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, সহকারী কমিশনার মুসফিকুল আলম হালিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আতিয়ার রহমান, ওজোপাডিকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. সেলিম রেজাসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে।’ সভায় বক্তারা বলেন, একটি দেশের নাগরিকগণের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য অন্যতম। তাই গত কয়েক দশকে পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে চাষযোগ্য জমি সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, কৃত্রিম বনায়ন, জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ন্ত্রণ ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীর সবগুলো উন্নত এবং উন্নয়নশীল দেশ, বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ব্যস্ত হয়ে আছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং এবং আরও কয়েকটি বিষয়ের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে একটি। সুস্থ জীবন নিশ্চিতকরণের জন্যে খাদ্যে ভেজাল রোধ করতে হবে। এছাড়া ভোক্তা অধিকার আইন প্রচারের মাধ্যমে জনসচেতনতা আরও বৃদ্ধি করতে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

আলুকদিয়া প্রতিনিধি জানিয়েছেন, ‘সবারজন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি চাই, খাদ্য অধিকার আইন চাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা এসপি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে একই স্থানে আলোচনাসভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ জেলা শাখার আহ্বায়ক বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা লোক মৌর্চার সভাপতি শহিদুল হক, ওয়েভ ফান্ডেশনের প্রশিক্ষণ বিভাগের সমন্বয়কারী জহির রায়হান, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম, আকাংখার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, হিন্দু- বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সম্পাদক কিশোর কুমার কুণ্ডু প্রমুখ।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ৱ্যালি, গণজমায়েত এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

খাদ্য অধিকার বাংলাদেশের জেলা কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্রছাত্রীদের সমন্বয়ে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বরে গণজমায়েত হয়। পরে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এনএম শাহজালাল সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের পরিচালক কর্মসূচি আশাবুল হক, পদ্মা’র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, প্রভার নির্বাহী পরিচালক এনামুল কবির বাবুল, উই এর নির্বাহী পরিচালক শরীফা খাতুন জেলা অধিকার মঞ্চ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আনন্দ কর্মকার, অ্যাডভোকেট তন্ময় কুণ্ডু প্রমুখ।

অপরদিকে  উন্নয়ন ধারা, স্বাধীন কৃষক সংগঠন ও লোকজ বাজার একই কর্মসূচি পালন করে।

কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ৱ্যালি, মানবন্ধন, জমায়াতে ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে কালীগঞ্জের সোনার বাংলা ফাউন্ডেশন এসব কর্মসূচি আয়োজনে করে।

সোনার বাংলার স্টপ ওভার হোম থেকে একটি ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেন বাসস্ট্যান্ডে এক মানববন্ধন করে। মানববন্ধনে স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুধীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে সোনার বাংলার ট্রেনিং সেন্টারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস। বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেন, সাংবাদিক এনামূল হক সিদ্দিক, সোনার বাংলা কো-অর্ডিনেটর কুদরাত-ই-খুদা প্রমুখ।