জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাপার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাপা) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা-মেরেহপুর এবং ঝিনাইদহসহ সারাদেশে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কিছুদিন আগে রংপুর সিটি নির্বাচনে তার প্রমাণ রেখেছেন রংপুরের জনগণ। এ সময় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করতে কাজ করার আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় জাতীয় পার্টির এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন। জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন জানান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় থেকে দুপুর ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শহরের ফেরিঘাট সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে আলোচনাসভায় সভাপতিত্ব করেন পৌর কমিটির সভাপতি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহবার হোসেন। আলোচনাসভায় দলীয় নেতাকর্মীরা বক্তৃতা করেন।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সদর উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে আলোচনাসভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয়পাটির সহসভাপতি লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন। সহসাংগঠনিক সম্পাদক রাহাজ উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয়পার্টির সহসভাপতি আকবর আলী, সহসাধারণ সম্পাদক আজম আলী, গড়াইটুপি ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক জুমার আলী, কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাতেম আলী, জেলা জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি নুরুল ইসলাম মন্টু।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওল্টু মাস্টারের বাগানবাড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল হক, সাবেক এসপি আবুল বাশার মোল্লা, সাবেক চেয়ারম্যান নজির উদ্দিন, আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মাসুদ সরকার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মহাবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীনসহ বিভিন্ন ওয়ার্ড জাতীয় পার্টি স্বেচ্ছাসেবক পার্টি ও যুব সংহতির নেতৃবৃন্দ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় উপজেলা ডাকবাংলো চত্বরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সহিদুল আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির আযোজনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আবু জাফর ও দর্শনা পৌর জাতীয় পার্টির সভাপতি নুরজামাল। বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ এলকেন, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফি, জাতীয় পার্টি নেতা আব্দুল ওয়াহেদ। আলোচনা শেষে তৌফিক আহম্মেদের নেতৃত্বে উজ্জ্বল, সোহাগ আহম্মেদ, চয়ন খান, আরেফ উদ্দীন প্রধান অতিথির হাতে হাত দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শহিদ আজম সদু।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা জাতীয় পার্টির মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ‘শান্তির জন্য পরিবর্তন’ ‘পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা কিতাব আলী বিএসসি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোসলেম আলী, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুল বাকি, সহসম্পাদক কামারুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুগ্মসাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী উপজেলা সম্পাদক বাবলু হোসেন, শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হাবিব, জাতীয় পার্টির সদস্য কোহিনুর ইসলাম আলী হোসেন বিশ্বাস প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ জেলা জাতীয় পার্টি জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা জাপা নেতা অ্যাড. উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলার আহবায়ক ড. এম হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা সদস্য সচিব রাশেদ মাজমাদার, জেলা জাপা নেতা জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী, নজরুল, লতফার হোসেন, লাবলু, পৌর জাপা নেতা আজিজুর রহমান অটো, জাহাঙ্গীর হোসেন ও ডা. মিলন, জাতীয় যুব সংহতির নেতা ফিরোজ কবির, কবির উদ্দিন, শিপন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মসাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সুলতান আহামেদ সোহেল প্রমুখ।