জনগণের শান্তি প্রতিষ্ঠায় ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি

মেহেরপুর অফিস: বাংলাদেশের জনগণের শান্তি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকা থেকে মেহেরপুর পৌঁছুলে মেহেরপুর জেলা ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধণা জানান। এসময় তিনি তাদের উদ্দেশে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আবারও এক তরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা হলে দেশে সংঘাত সৃষ্টি হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুজিবুল হক খান চৌধুরী হেলাল, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, সদরুল আমিন, তফাজ্জল হোসেন, ইসমাইল হোসেন, ছাত্রনেতা হাসানুর জামান বিটু, মনিরুল ইসলাম মনি, তানভীর আহমেদ, পৌর যুবদল নেতা মোহাসিন, টুটুল, হযরত, সোহাগ, দুলাল, ইসমাইল, রোকনুজ্জামান, খালিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।