ছয় ঈদে বাংলাভিশন প্রথম স্থানে

 

স্টাফ রিপোর্টার: বরাবরের মতো এবারও ঈদুল ফিতরে টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি জরিপে প্রথম স্থান অধিকার করেছে বাংলাভিশন। ঈদুল ফিতরের সপ্তাব্যাপি ঈদ আয়োজনে প্রায় ২২টিরও বেশি চ্যানেল এবার দর্শক ধরার প্রতিযোগিতায় নামে। সেখানে প্রথম স্থান অধিকার করে বাংলাভিশন। গত প্রায় তিন বছরে এ নিয়ে ছয়টি ঈদে বাংলাভিশন প্রথম স্থান অধিকার করলো। ৩৩তম সপ্তার (১০-১৬ আগস্ট) টিআরপি জরিপের এ রিপোর্টে বাংলাভিশনের নাটক, টেলিফিল্ম, অনুষ্ঠান এবং সিনেমা প্রায় প্রত্যেকটি জায়গাতেই বেশ সুদৃঢ় অবস্থান লক্ষ্য করা গেছে। তিন বছরের মধ্যে ছয়টা ঈদে এক নম্বর হওয়া একই সাথে বেশ আনন্দের এবং টেনশনের- বললেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান নির্মাতা শামীম শাহেদ। সার্বিক বিচারে ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে সেরা অবস্থানে আছে বিটিভির ইত্যাদি। নাটক, অনুষ্ঠান এবং টকশোর মধ্যে টিআরপিতে সেরা ১০’র জায়গা করে নিয়েছে বাংলাভিশনের নাটক ছাপ, জামাই আদর, আরমান ভাই দ্য জেন্টেলমেন, আরমান ভাই হানিমুনে, সিকান্দার বক্স এখন বিরাট মডেল। অনুষ্ঠানের মধ্যে হুমায়ূন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম, ঈদ আয়োজন, ঈদ আড্ডা, নাচের অনুষ্ঠান, টেলিফিল্ম নিউ হাতেম আলী এবং ফিল্ম মোল্লাবাড়ির বউ।