ছয়ঘরিয়ায় খালের ওপর ব্রিজ নির্মাণকাজে অনিয়ম দুর্নীতি

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে গ্রামবাসীর লিখিত অভিযোগ

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ছয়ঘরিয়া কচুখালী খালের ওপর ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছে ছয়ঘরিয়া গ্রামবাসী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ছয়ঘরিয়া গ্রামের ৩৯ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট দাখিল করেন। এর কপি দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া, উপজেলা চেয়ারম্যান চুয়াডাঙ্গা সদর, উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর, চেয়ারম্যান শঙ্ককরচন্দ্র ইউনিয়ন পরিষদ ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা বরাবর প্রেরণ করা হয়েছে। অভিযোগে জানানো হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার মধ্যে এ রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে দর্শনা, দোস্ত, ডিহি, হিজলগাড়ী, বেগমপুর, ছোটশলুয়া, বড়শলুয়া, বলদিয়া, জালসুকা, বোয়ালিয়া, নেহালপুর ও ফুলবাড়ী গ্রামের মানুষ সরোজগঞ্জ বাজারে ভূষিপন্য নিয়ে বেচাকেনা করে। এছাড়া ও গ্রামের প্রায় ১০০/১৫০ ছাত্রছাত্রী সরোজগঞ্জ হাইস্কুলে লেখাপড়া করতে যায়। এ রাস্তার কচুখালী খালের ওপর পুরাতন ব্রিজটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনগণের সুবিধার জন্য সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ব্রিজটি নির্মাণের জন্য ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা বরাদ্দ প্রদান করেন। যশোর পোস্ট অফিস পাড়ার মেসার্স লাকী ট্রেড ইন্টারন্যাশনাল দুযোগ ব্যবস্থাপনা অধিদফতর এর অর্থায়নে এ কাজটি বাস্তবায়ন করছেন। নির্মাণকারী প্রতিষ্ঠানের ঠিকাদার কাজটি শুরু থেকেই ব্রিজের ঢালায় কাজে সিমেন্ট কম ও ব্রিজটির দৈর্ঘ্য ৪০ ফুট হওয়ার কথা থাকলেও তা হয়নি। এছাড়া ও পরিমাণ মতো রড ব্যবহার করা হচ্ছে না। এলাকাবাসী বার বার সঠিকভাবে কাজ করার কথা বললে ও ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কারো কথায় কর্ণপাত না করে নিজের ইচ্ছা কাজ করে যাচ্ছে। কাজটি যাতে সুষ্ঠভাবে বাস্তবায়ন হয় এজন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে ছয়ঘরিয়া গ্রামবাসী।