ছিটমহল বিনিময়ে সেই মোদী এখন মরিয়া

মাথাভাঙ্গা মনিটর: নির্বাচনের আগে ভারতের প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় কঠোর অবস্থানে থাকার কথা বললেও বাংলাদেশের সাথে স্থলসীমান্ত চুক্তি কার্যকরে দৃশ্যত মরিয়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের সময় স্থলসীমান্ত চুক্তি কার্যকরে সই হওয়া প্রটোকলটি বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধিতা করেছিলো মোদীর দল বিজেপি। সাথে ছিলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এখন সেই বিজেপিই সংশোধনী বিলটি পাসে পার্লামেন্টের দু কক্ষেই বিরোধিতাকারীদের বিপক্ষে শক্ত অবস্থান নেয়ায় উদ্যোগী হয়েছে। আর এরই মধ্যে স্থলসীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়ে সরাসরি সমর্থন জানিয়ে দিয়েছেন মমতা। ইউপিএ সরকারের সময় বিলটির বিরোধিতা করে আন্দোলন-বিক্ষোভ করা বিজেপির আসাম ইউনিটও এবার কেন্দ্রীয় সরকারের পক্ষে নেমেছে। ২০১১ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইউপিএ জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তির ওই প্রটোকল স্বাক্ষরিত হয়। সীমান্ত চুক্তির সমর্থনে আসামের তেজপুর আসনের বিজেপি এমপি আরপি শর্মা বলেন, বাংলাদেশের সাথে স্থলসীমান্ত চুক্তি কার্যকর করা গেলে আমরা সেখান থেকে অনুপ্রবেশ বন্ধ করতে সক্ষম হবো। চুক্তির আওতায় বাংলাদেশের কাছ থেকে দুটি চা বাগানসহ ২৩১ একর ভূমি পাবে আসাম। বিপরীতে বাংলাদেশ পাবে ২৬৮ একর ভূমি।