চ্যাংদোলা করে সংসদ সদস্যকে বিধানসভার বাইরে

 

মাথাভাঙ্গা মনিটর: এক বিজেপি বিধায়ক তারস্বরে চিত্কার করছেন। আর তাকে ঘাড়ে তুলে এক দল মার্শাল বের করে নিয়ে যাচ্ছেন দিল্লি বিধানসভার বাইরে। গত বুধবার দ্বিতীয় দিনের অধিবেশনের মাঝে এমন দৃশ্য দেখে হেসে প্রায় লুটোপুটি খাচ্ছিলেন আম আদমি পার্টির (আপ) বিধায়কেরা। তবে এ ঘটনায় কৌতুক খুঁজে পায়নি বিজেপি। ফেব্রুয়ারিতে দিল্লি নির্বাচনে আপ জিতে আসার পর বিধানসভার ৭০টি আসনের মধ্যে মাত্র ৩টি পেয়েছে বিজেপি। সংখ্যালঘু হয়ে পড়াতেই বিধানসভায় তাদের এ পরিস্থিতি বলে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়কেরা। কী ঘটেছে এ দিন? প্রশাসন সূত্রের খবর, দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরু হতেই সরকারি কর্মীদের বেতন বাড়ানোর দাবি তুলে তারস্বরে চিত্কার জুড়ে দেন বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্ত। তার সঙ্গ দেন বাকি দু বিজেপি বিধায়ক ও পি শর্মা এবং জগদীশ প্রধান। ওই চিত্কারের জেরে অধিবেশনে বক্তব্য রাখতে অসুবিধে হয় অন্য আপ বিধায়কদের। অতিষ্ঠ হয়ে স্পিকার রাম নিবাস গয়াল বলেই বসেন, ওকে কেউ ভিক্স খাওয়ান। তা সত্ত্বেও থামানো যায়নি তাদের। অবশেষে এক দল মার্শালকে ডেকে আনা হলে তারা হাত ধরে টেনে বিজেন্দ্রকে বিধানসভা থেকে বের করে আনার চেষ্টা করেন। তাতে সুবিধে না হলে বীজেন্দ্রকে ঘাড়ে তুলে চ্যাংদোলা করে বের করে আনা হয় বিমানসভার বাইরে। বেরিয়ে যেতে বলা হয় অন্য দু বিজেপি বিধায়ককেও।