চেয়ারম্যন তবারক হোসেন বিরুদ্ধে ইউপির জমিতে দোকানঘরে পজিশন বিক্রির টাকা পকেটস্থ করার অভিযোগ

 

খাইরুজ্জামান সেতু: আলমডাঙ্গা আঠারখাদা গ্রামে অবস্থিত বাড়াদী ইউনিয়ন পরিষদের জমিতে দোকানঘর করে পজিশন বিক্রির টাকা চেয়ারম্যন তবারক হোসেন পকেটস্থ করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামের দু পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরে মামলা হয়। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।

গতকাল সরেজমিনে গিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামে অবস্থিত বাড়াদী ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নে পরিষদের সামনে ইউনিয়ন পরিষদের জমিতে চেয়ারম্যান তবারক হোসেন টিআর-কাবিখার বরাদ্দের টাকা দিয়ে ৯টি দোকানঘর গড়ে তুলেছেন। প্রতি ৬০ হাজার টাকা দিয়ে পজিশন বিক্রি করেছে তিনি। আর এ টাকা চেয়ারম্যান নিজে পকেটস্থ করেছেন বলে গ্রামের অনেকেই অভিযোগ করেছে। এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের দলীয় অফিস করার জন্য দোকান চাইলে ইতঃপূর্বে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের বেশকয়েকজন চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তিও ছিলেন। আবারও যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশঙ্কা করছেন অনেকেই। এ বিষয়ে বাড়াদী ইউনিয়ন পরিষদের সচিব আনিছুর রহমান জানান টিআর-কাবিখার বরাদ্দকৃত টাকা দিয়ে এসব দোকান নির্মাণ করা হচ্ছে। একই সাথে স্বীকার করেন পজিশন বিক্রি বাবদ ৬০ হাজার টাকা করে নেয়া হচ্ছে। বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন তবারক হোসেন জানান সাড়ে ৫ মেট্রিকটন টিআর-কাবিখার বরাদ্দের টাকা ও পজিশন বিক্রির টাকা দিয়ে দোকান গড়ে তোলা হচ্ছে এবং সম্পূর্ণ রেজুলেশনের মাধ্যমে হচ্ছে।