চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা ও হাতুড়ি প্রতীকের ভোটযুদ্ধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও জাসদ নেতা আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান এম সবেদ আলী।

সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আওয়ামী লীগ মনোনীত। প্রতীক নৌকা। এম সবেদ আলী জাসদ মনোনীত। প্রতীক মশাল। নৌকা-মশালের ভোট যুদ্ধে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি? কতোটা ভোট পোল হবে। ভোটকেন্দ্রে ভোটারদের সমাগম ঘটাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশ কিছুদিন ধরেই সরব থাকতে দেখা গেছে। অপরদিকে হাতুড়ি প্রতীকের প্রার্থীকে চুয়াডাঙ্গা উপজেলা ও পৌরসভা এলাকায় তেমনটি গণসংযোগে না দেখা গেলেও তিনি আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন। তার পক্ষেও ভোটারদের ভোট কেন্দ্রে নেয়ার জোরালো তৎপররতা চালাতে দেখা গেছে।

ভোটকেন্দ্রে ভোট কেটে নেয়া হবে না তো? এরকম প্রশ্নের অবকাশ নেই বলে জানিয়েছে প্রশাসন। সর্বত্র নির্বিঘ্ন অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেই আশাবাদ প্রশাসনের।