চুয়াডাঙ্গা সাতগাড়ির কেরু ড্রাইভারের মাতলামি ও আপত্তিকর আচরণ : পরস্ত্রীর মোবাইলফোন চেয়ে মাতাল খেলো গলাধাক্কা

 

স্টাফ রিপোর্টার: মদ্যপ অবস্থায় পরস্ত্রীর দিকে শুধু কুদৃষ্টিই নয়, মোবাইলফোন নম্বর চেয়ে চরম ধিষ্ঠতা দেখানোর সময় গলা ধাক্কা খেয়েছে সাতগাড়ির চিহ্নিত কেরু ড্রাইভার। পরে স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেয়ার বিষয়ে সাতগাড়ি মোড়ে নালিস করতে গেলে উল্টো গলাধাক্কার শিকার হয়েছেন স্বামী। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গার সাতগাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের সাতগাড়ি হিজরাপাড়ায় আব্দুল আজিজের তিন তলাবাড়ির ভাড়াটে এক ব্যাংক কর্মচারী। ওই ব্যাংক কর্মচারীর স্ত্রী গতকাল বিকেলে বাসার সামনে অবস্থান করছিলেন। এ সময় মাতাল অবস্থায় একই গ্রামের কেরু ড্রাইভার ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আপত্তিকরভাবে এগিয়ে যায় ওই ব্যাংক কর্মচারীর স্ত্রীর দিকে। পরস্ত্রী দ্রুত বাড়ির ভেতর ফিরলেও পিছু ছাড়েনি মাতাল। বাড়ির ভেতর ঢুকে আপত্তিকর অঙ্গভঙ্গির পাশাপাশি মোবাইলফোনের নম্বর চায়। পরিস্থিতি দেখে প্রতিবেশীরা রুখে দাঁড়ায়। গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে কেরু ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। সন্ধ্যার পর এ ব্যাংক কর্মচারী সাতগাড়ি মোড়ে গিয়ে নালিশ করতে চাইলে উল্টো ধাক্কার শিকার হতে হয়।

স্থানীয়রা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরেই সাতগাড়িতে তাড়ির আখড়া বসে। তাড়িখোরদের উৎপাতে নারীদের পথে চলায় দায়। এরপর কেরু নামের চিহ্নিত ব্যক্তির মাতলামো লেগেই থাকে। কেরু ড্রাইভারি করে। সে কারণে তাকে কেরু ড্রাইভার বলেই জানে। মাঝে মাঝেই সে আপত্তিকর কর্মকা- করে বিতর্কের মধ্যে পড়ে। প্রভাবখাটিয়ে বার বারই পার পেয়ে যায় সে।