চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বস্তায় নকল ১বস্তা টিএসপি ও ১ বস্তা ডিওপি সার বিক্রির অপরাধে হামিদ ট্রেডার্সের মালিক হামিদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বস্তায় নকল ১ বস্তা টিএসপি ও ১ বস্তা ডিওপি সার থাকায় হামিদুর রহমানের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, কুতুবপুর ইউনিয়নের শাহাপুর ব্লাকের উপ-সহকারি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ও টুআইসি এএসআই বেলাল হোসেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নকল সার দোকানের সামনে ছিটিয়ে নষ্ট করা হয়।