চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের মনিটরিঙের অভাবে ভেজাল সার কিনে প্রতারিত হচ্ছে কৃষক

 

জিয়াউর রহমান জিয়া: মনিটরিঙের কোনো ব্যবস্থা না থাকায় চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারের অলিগলিতে সার ও কীটনাশক বিক্রি হচ্ছে। এসব সার ও কীটনাশক কিনে চাষিরা প্রতারিত হচ্ছেন। সরোজগঞ্জ বাজার এলাকার মাঠে প্রচুর পরিমাণ সবজি, ভুট্টা, ধানসহ অন্যান্য ফসলের চাষ হয়। এ সুযোগ কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী সারের দোকান খুলে বসেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী অধিক মুনাফা লাভের জন্য নিম্নমানের সার, কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ সার সংগ্রহ করে বেশি মূল্যে বিক্রি করেছেন। এতে ফসলের কোনো কাজ হচ্ছে না, অধিক পরিমাণে সার দিতে হচ্ছে তারপরও ফলন ভালো পাচ্ছেন না কৃষকরা। এসব সার কিনে চাষিরা প্রতারিত হচ্ছেন। প্রতিকারের দাবিতে কৃষকরা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।