চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পানীয় পানির সংকট লেগেই রয়েছে

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পানীয় পানির সংকট যেনো পিছু ছাড়ছে না। সরবরাহকৃত পানির পাশাপাশি ৪টি টিউবওয়েল থাকলেও রোগীর লোকজনকে পানির জন্য হয়রানির শেষ নেই।

কেন? ৪টি টিউবওয়েলের মধ্যে ৩টিই বিকল। বাথরুম থেকে পানি নিয়ে পান করার মতো রুচি নেয় না কারোর। ওই পানি পানের উপযোগীও নয়। চত্বরে একটি ট্যাপ থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো। একটি সচল টিউবওয়েলের ওপর বাড়তি চাপের কারণে কলপাড়টি এতোটাই ঘিনঘিনে যে পানি নেয়ার মতো অবস্থা নেই। চুয়াডাঙ্গা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগী সাধারণ এ অভিযোগ তুলে পানীয় পানি সহজলভ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

জানা গেছে, হাসপাতালের ৪টি টিউবওয়েলের সবক’টি বিকল ছিলো। গত ২৫ মার্চ কর্তৃপক্ষ তিনটি মেরামত করেন। দশ দিনের মাথায় দুটি বিকল হলে হাসপাতাল বাউন্ডারির সাইকেল স্ট্যান্ডের নিকটে থাকা কলটিই একমাত্র পানীয় পানির উৎসস্থল হয়ে দাঁড়ায়। হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর লোকজনকে ওই একটি কলের ওপরই নির্ভর করতে হচ্ছে।