চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের স্বেচ্ছাসেবকদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের সেচ্ছাসেবকরা কর্মবিরতি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুই ঘন্টা তারা কর্মবিরতি পালন করে। এসময় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে ভিড় বাড়তে থাকে। পরে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর হস্তক্ষেপে কাজে যোগ দেয় স্বেচ্ছাসেবকরা। এসময় স্বেচ্ছাসেবকরা মেয়রকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছি। হাসপাতাল থেকে আমাদের কোনো বেতন দেয়া হয় না। রোগীরা যা বকশিশ দেয় তা নিয়ে আমাদের চলতে হয়। আজ আমাদের বাদ দিয়ে যদি অন্য কোনো স্থান থেকে জনবল নিয়ে কাজ করান তাহলে আমরা কি অপরাধ করলাম। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন এবং তাদেরকে কাজে যোগ দেয়ার জন্য বলেন। এসময় মেয়র তাদেরকে বলেন, আপনারা কাজ করতে থাকেন, আপনাদের বিষয়টি আমরা বিবেচনা করবো। সেচ্ছাসেবকরা মেয়রের কথায় আশ্বস্ত হন এবং কাজে যোগদান করেন।
উল্লেখ্য, গতপরশু বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা উন্নয়নে চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জরুরি বিভাগের স্বেচ্ছাসেবক বাদ দিয়ে পেইড ভলেন্টিয়ারের ব্যবস্থা করার কথা বলা হয়। এসময় মেয়র ৫জন পেইড ভলেন্টিয়ার নেয়ার জন্য আলোচনা করেন। পরদিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা জরুরি বিভাগের স্বেচ্ছাসেবকরা তাদের সকল কাজ বন্ধ রাখেন। পরে মেয়রের হস্তক্ষেপে তারা কাজে যোগদান করে।