চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে ইজিবাইকের ধাক্কায় মা-মেয়ে আহত

স্টাফ রিপোর্টার: সাতসকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে ইজিবাইকের ধাক্কায় মা-মেয়ে দুজন আহত হয়েছে। এ ঘটনার পর ইজিবাইক ও পাখিভ্যান চালকের মধ্যে হাতাহাতি ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ঘটেছে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও। হাসপাতাল চত্বরে শুরু হয় উত্তেজনা। পুলিশের তড়িৎ পদক্ষেপে পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে। আহত মা-মেয়েকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলা শহরের কানাপুকুরপাড়ার আসাদের স্ত্রী পারুল (৪৫) ও তার মেয়ে সিমা (৩০)। প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা কানাপুকুরপাড়ার পারুল তার মেয়ে সিমাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যায় চিকিৎসা নিতে। এ সময় পাখিভ্যান থেকে নামার সময় পিছন থেকে একটি ইজিবাইক সিমাকে ধাক্কা দেয়। তিনি মাটিতে লুটিয়ে পড়ে আহত হয়। পাখিভ্যান ও ইজিবাইক চালকের মধ্যে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে আরও কিছু ইজিবাইক চালক সেখানে জড়ো হলে হাসপাতাল চত্বরে ইজিবাইক ও পাখিভ্যান চালকদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।