চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু

অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত

স্টাফ রিপোর্টার: চলমান উপজেলা নির্বাচনকে আন্দোলনের অংশ হিসাবে দেখার আহ্বান জানিয়ে দলীয় নেতা-কর্মী সমর্থকদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষ্যে কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে বলেছেন, জয়লাভের মধ্যদিয়ে বতর্মান অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সকলেই জানি- অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত।

সদর থানা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- এম. জেনারেল ইসলাম, সরদার আলী হোসেন, মজিবুল হক মালিক (মজু), অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, রেজাউল করিম মুকুট, শরিফ উর জামান সিজার এবং ভাইস চেয়ারম্যান পদে মফিজুর রহমান মনা, অধ্যাপক আতিয়ার রহমান, মো. আশরাফ বিশ্বাস রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মমতাজ বেগম সন্ধ্যা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দপ্তর সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামিম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু প্রমুখ।