চুয়াডাঙ্গা সদর উপজেলার চার ইউনিয়নে বিএনপির প্রার্থী চূড়ান্ত : দলীয় প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তাদের মধ্যে ধানের শীষ প্রতীক মনোনয়নপত্রও হস্তান্তর করা হয়েছে। আলুকদিয়ায় অ্যাড. আব্দুল মজিদ, কুতুবপুরে নজরুল ইসলাম, পদ্মাবিলায় আতিয়ার রহমান ও মোমিনপুর ইউনিয়নে নজরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রগুলো গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় সদর উপজেলার চার ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রগুলো তুলে দেয়া হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম, শহিদুল ইসলাম রতন, রেজাউল করিম মুকুট, জেলা যুবদলের আহ্বায়ক কিমটির সদস্য ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল,  জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, যুগ্ম আহ্বায়ক মনজুরুল জাহিদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক নাজমুস সালেহীন লিটন। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টুর  উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম লাল্টু, মনিরুজ্জামান মনি, ফারুক আহমেদ, আতিয়ার রহমান লিটন, আশরাফ বিশ্বাস মিল্টু, তৌফিকুজ্জামান তৌফিক, মকলেছুজ্জামান মকলেছ, মিলন মিয়া, মাসুদ মাস্টার, আব্দুস সালাম, রবিউল ইসলাম লিটন, মীর লিয়াকত আলী, আরিফুজ্জামান পিন্টু, আসলাম উদ্দীন, আইনুল ইসলাম, আব্দুর রহমান, রাজ্জাক বাবুল, শাহাদৎ মাস্টার, আশরাফ উদ্দীন রুবেল, বেলাল হুসাইন, জাহিদুল ইসলাম, রুবেল মোমিন, সামসুল হুদা সন্টু প্রমুখ।  প্রধান অতিথি অ্যাড. ওয়াহেদুজ্জামান বলা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য চুয়াডাঙ্গার কৃতীসন্তান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ৪টি ইউনিয়ন পরিষদের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়লাভ করান। সমস্ত ভেদাভেদ ভুলে আসুন আমরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করি। প্রেসবিজ্ঞপ্তি