চুয়াডাঙ্গা সদরের জালশুকা গ্রামে সর্প দংশনে বৃদ্ধার মৃত্যু

ডিঙ্গেদহ প্রতিনিধি: সর্প দংশনে সুন্দরী নেছা (৭৫) নামের বৃদ্ধা মারা গেছেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত এরেং আলী ম-লের স্ত্রী। গতকাল শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মৃতের পারিবারিকসূত্রে জানা যায়, জালশুকা গ্রামের এরেং ম-লের স্ত্রী সুন্দরী নেছা গতকাল শনিবার ভোরবেলা ফজরের নামাজ পড়ে সকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে টিনের বেড়া দেয়া টয়েলেটে যান। এ সময় তার হাঁটুর নিচে সাপে কাপড় দেয়। টয়েলেট থেকে বেরিয়ে বাড়ির লোকজনকে জানালে সাপে কামড় দিয়েছে কি-না তা জানার জন্য জালশুকা মাঠপাড়ার ফারুকের নিকট হাত চালানো হয়। জানতে পারে তাকে সাপে কামড় দিয়েছে এবং বিষ রয়েছে। এরপর সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির লোকজন পাখিভ্যানযোগে শ্রীকোল গ্রামের খবির কবিরাজের নিকট নিয়ে যান। শ্রীকোল গ্রামের কবির কবিরাজ সাথে সাথে রোগীকে গাছ খেতে দেন। রোগী গাছ খেতে না পারলে তাকে সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর রোগীর লোকজন সুন্দরীকে নিয়ে সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। পরে বাড়িতে এনে বেলা আড়াইটার দিকে জালশুকা গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।