চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় থেকে নিয়মিত গাছ চুরি হলেও পুলিশ নির্বিকার

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড় থেকে রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। মাঝে মাঝে এ গাছ চুরির ঘটনা পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা। গত বৃহস্পতিবার রাতে মেহগুনি গাছের একটি বড় ডাল কাটার পর বিদ্যুত লাইনের ওপর পড়ে যায়। ফলে চোরেরা নিয়ে যেতে পারেনি। এ ঘটনার একটু পরেই সেখানে পুলিশ এসে হাজির হয়। এ দৃশ্য দেখার পরও পুলিশ কেন নীরব তা রহস্যজনক বলে মনে হয়েছে এলাকাবাসীর কাছে।

পথচারীরা জানায়, গত রোববার দিনগত রাত ৩টার দিকে দৌলাতদিয়াড়ের মারকাস মসজিদের সোজাসোজি কয়েকজন মুখোশধারী চোর রাস্তায় পায়চারি করছিলো। আর দু চোর গাছে উঠে করাদ দিয়ে ডাল কাটছিলো। কিন্তু বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির আশপাশেই অবস্থান করছিলো টহল পুলিশ। প্রায় প্রতিরাতেই চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের শতবর্ষী গাছের ডাল কেটে কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। অথচ কোনোদিন কোনো গাছচোরকে পুলিশ আটক করতে পারে না। বিষয়টি খতিয়ে দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সচেতন মহল মনে করে।