চুয়াডাঙ্গা শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ কক্ষের মধ্যে ৩ কক্ষ পুলিশ ক্যাম্পের দখলে

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শ্রেণি কক্ষের তিনটিতে দীর্ঘদিন ধরে চলছে পুলিশ ক্যাম্পের কার্যক্রম। আর শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে স্কুলের বারান্দায়। পুলিশ ক্যাম্পর নিজস্ব জমি থাকতেও গত প্রায় ১৫ বছরে স্থানান্তরের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ও পুরোনো মিলে তিনটি ভবন ৮ শ্রেণি কক্ষ রয়েছে। ৩ ভবনের মধ্যে একটি ভবনের অবস্থা খুব একটা ভালো না । এছাড়া শিক্ষার্থীদের বসার বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে পুলিশ সদস্য দের ঘুমানোর বেড। ২০০১ সাল থেকে বড় তিনটি শ্রেণিকক্ষকেও ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ পুলিশ ক্যাম্পের দখলে রয়েছে। অন্য ৫টি শ্রেণি কক্ষের দেয়াল খসে পড়ছে এবং টিনের ছাউনি দিয়ে পড়ছে পানি। বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩শ জন। স্থান সংকুলানের কারণে ঝুঁকি পূর্ণ ভবন ও বিদ্যালয়ের বারান্দায় ক্লাস করে। এলাকাবাসীর দাবি পুলিশ ক্যাম্পটি তার নিজস্ব জমিতে স্থানান্তর করে বিদ্যালয়ের লেখাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টি  করতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুদৃষ্টি কামনা করেছেন।