চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ ও মুজিবনগরে অবরোধ বিরোধী মিছিল

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আওয়ামী লীগ ছাত্রলীগ অবরোধ বিরোধী মিছিল করেছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ মোটরসাইকেলযোগে মিছিল বের করে। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। মেহেরপুর শহর আওয়ামী লীগ বিক্ষোভ বের করে। মুজিবনগরেও আওয়ামী লীগ মিছিল করে ঘোষিত তফশিলকে স্বাগত জানায়।

বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ১৮ দলীয় জোটের অবৈধ অবরোধের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশে আয়োজন করে। কেদারগঞ্জস্থ নতুনবাজার থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফ হোসেন দুদুর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শরিফ উদ্দীন, মেহেদী, যুগ্মসম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ, সাবেক দফতর সম্পাদক মতি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা বুলবুল, ভুলোন, শিমু, সদর থানা ছাত্রলীগের সভাপতি লাল্টু, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কালু, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, সাধারণ সম্পাদক স্বজল ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ। সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের মধু, বেজিও, শান্তি, রাজা, খালেক, শিহাব, আজগার, স্বজল, পৌর ছাত্রলীগের হাসান, মাফি, তাওরাত, মন্টা, রুবেল, জাহাঙ্গীর, সদর থানা ছাত্রলীগের সামাদ, হালিম, ইমরান, আল আমিন, হাসিবুল, কলেজ ছাত্রলীগের জ্যাকি, বিপ্লব, জনি, এজাজ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে কীভাবে জয়লাভ করা যায় সেজন্যে ছাত্রলীগের সকল ইউনিটকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। সেইসাথে আবারও বিরোধীদলীয় জোটকে হরতাল অবরোধের পথ পরিহার করে সর্বদলীয় সরেকারে যোগ দিয়ে দেশ ও জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিংকু হোসেন জোয়ার্দ্দার।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, কোমরপুর বাজারে আনন্দ মিছিল করেছে মুজিবনগর আওয়ামী লীগ। ১৮ দলীয় জোটের সারাদেশজুড়ে বিক্ষোভ, ভাঙচুর, ও অগ্নিসংয়োগ করার প্রতিবাদে গতকাল বিকেলে মুজিবনগরে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কোমরপুর বাজারে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। সভাপতিত্ব করেন  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। বক্তব্য রখেন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল বিদ্যুত, ছাত্রলীগ নেতা ইউনুচ আলী, হেলাল উদ্দীন, যুবলীগ নেতা আরিফ হোসেন প্রমুখ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের এইচএসএস সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমানের নেতৃত্বে মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।

মেহেরপুর অফিস জানিয়েছে,  গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিএনপিসহ ১৮ দলের অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর শহর আওয়ামী লীগ। শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে শহরের বড়বাজারস্থ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, শহর আওয়ামী লীগের উপদেষ্টা আসাদ হাবিলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম  প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মাহফিজুর রহমান মাহবুব, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমীন হোসেন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।