চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন সংগঠন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

 

মাথাভাঙ্গা ডেস্ক: পবিত্র রমজানের ১৭ রোজা পেরিয়ে আজ ১৮ রোজা। রোজদারদের সম্মানে বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রেখেছে। আজ জেলা পুলিশের উদ্যোগে এবং আগামী শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গার সাংবাদিক ও সমমনা রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জেলা জামায়াতে ইসলামী, জীবননগরের আন্দুলবাড়িয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, জীবননগরে আওয়ামী লীগের প্রবীণ নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামানায়, দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন ও ডাকবাংলায় মধুহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার চুয়াডাঙ্গা স্থানীয় সানডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে সমমনা রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমির আনোয়ারুল হক মালিক। অতিথি ছিলেন বিএনপির জেলা আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস,জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল খালেক,দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জামায়াতের জেলা সেক্রেটারি মাও. আজিজুর রহমান,সহকারী সেক্রেটারি রুহুল আমীন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাড.মসলেম উদ্দীন, বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড.ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুর জব্বার সোনা, দামুড়হুদা ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর আমিরআব্দুল কাদের, চুয়াডাঙ্গা পৌর আমির মফিজুর রহমান জোয়ার্দ্দার, সেক্রেটারিঅ্যাড.মাসুদ পারভেজ রাসেল,চুয়াডাঙ্গা সদর আমির আব্দুর রউফ, আলমডাঙ্গা উপজেলা আমির নূর মোহাম্মদ হুসাইন টিপু,আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি ও ডাউকি ইউপি চেয়ারম্যান ইউসুফ মাস্টার, আলমডাঙ্গা পৌর আমির আব্দুল জলিল, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি রবিউল হক, আসমানখালী-গাংনী উপজেলা আমির আহাম্মদ জালাল, সেক্রেটারি আব্বাস উদ্দীন, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি মাও. আব্দুল গফুর, জীবননগর উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান, সেক্রেটারি ইস্রাইল হোসেন, বিএনপিরসদর উপজেলা সেক্রেটারি হাজিআব্দুল খালেক, কুমারী ইউপি চেয়ারম্যান মাও.আব্দুল কাদের, নাগদা ইউপি চেয়ারম্যান দারুস সালাম, কুড়ুলগাছিইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আমির শাখাওয়াত হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতাপ্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দীন, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক আজাদ মালিতা ও দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লাসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সদ্য প্রয়াত দৌলৎগঞ্জপাড়ার মইদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় গতকাল বুধবার দোয়া ও ইফতার পার্টির আয়োজন করা হয়। জীবননগর স্টেডিয়াম সংলগ্ন গোডাউনে অনুষ্ঠিত ইফতার পার্টিতে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু,উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা,জেলা বিএনপির সিনিয়র নেতা হাজি সাইদুর রহমান ধুন্দু,দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান,জীবননগর পৌর আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন,প্রবীণ শিক্ষক আব্দুল কাদের রবি বিশ্বাসসহ রাজনৈতিক দলের নেতকর্মী ও এলাকাবাসী ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর আন্দুলবাড়িয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার স্থানীয় বাজারের মিস্ত্রিপাড়া মোড়ে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের ওপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আব্দুল বারী।উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মহাসীন আলী খান,সেক্রেটারি আলহাজ বিশারত আলী,কোষাধ্যক্ষ আলহাজ বদর উদ্দিন মালিতা,অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আব্দুর রহমান,ইউপি মেম্বার শেখ মাফিজুর রহমান,আত্মবিশ্বাস আন্দুলবাড়িয়া ইউনিট ম্যানেজার সাইদুর রহমান,ডা. মিজানুর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক আফছার আলী, আলহাজ আবুল হোসেন প্রমুখ।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ২নংমধুহাটি ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল গতকাল বাজার গোপালপুর স্কুলমাঠে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তুহিন আক্তার লাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন ৩নংসাগান্না ইউপি চেয়ারম্যন আলাউদ্দীন আল-মামুন, অ্যাড.জিয়াউল ইসলাম ফিরোজ, জাহিদ জোয়ার্দ্দার, রবিউল ইসলাম, মোজাম্মল হক, আব্দুর রাজ্জাক, মতিয়ার, দবির প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেনজীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল,ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন,আমিরুল ইসলাম,জহির রায়হানসহ রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।