চুয়াডাঙ্গা মেহেরপুরসহ ২৯৯টি আসনে জাতীয় পাটি দিচ্ছে প্রাথী

স্টাফ রিপোর্টার: ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। রাষ্ট্রপতির সম্মানে কিশোরগঞ্জ-৪ আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ২৯৯ প্রার্থীকেই মোবাইলফোনে এসএমএস’র মাধ্যমে মনোনয়নের বিষয়টি জানানো হয়।

মনোনয়ন প্রাপ্তদের মধ্যে মেহেরপুর-১ আব্দুল হামিদ,  মেহেরপুর-২ কেতাব আলী। কুষ্টিয়া-১ কোরবান আলী, কুষ্টিয়া-২ আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া-৩ কেএম জাহিদ, কুষ্টিয়া-৪ অ্যাড. মিয়া মোহাম্মদ রেজাউল হক। চুয়াডাঙ্গা-১ অ্যাড. সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা২- আকবর আলী মাস্টার। ঝিনাইদহ-১ মিসেস মনিকা ইসলাম, ঝিনাইদহ-২ ড. হারুন অর রশিদ, ঝিনাইদহ-৩ ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন, ঝিনাইদহ-৪ আমিনুল ইসলাম। যশোর -১ আব্দুস সবুর, যশোর -২ মো. হোসেন আলী সরদার, যশোর -৩ অ্যাড. মাহবুবুল আলম বাচ্চু, যশোর-৪ লে. কর্নেল (অব.) এম. শাবিবর আহমেদ, যশোর-৫ শরীফুল ইসলাম, যশোর -৬ মাও. মো. সাখাওয়াত হোসেন। মাগুরা -১ অ্যাড. হাসান সিরাজ সুজা ও মাগুরা-২ মিসকাদুর রহমান মিসকাত।