চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত : খাদিমপুর প্রাইমারি বিদ্যালয়মাঠে হুইপ ছেলুন

 

উন্নয়নের ধারা বজায় রাখতে সকলে মিলে এক সাথে কাজ করতে হবে

খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খাদিমপুর ও চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়জিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে চলার পথে খাদিমপুর ইউনিয়নের মানুষের সাথে। একটা আত্তার সম্পর্ক গড়ে উঠেছে। আমি ছাত্রজীবন থেকে এই পর্যন্ত প্রায় সব সময় খাদিমপুর ইউনিয়নের মানুষের সাথে নিয়ে রাজনীতি করে আসছি। আমরা যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তা হারাতে চাই না। বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খুসতার জামিল। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শামসুজ্জোহা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর, মাসুদউদজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার, জেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ফকা, দেলোয়ার হোসেন দিপু, ফটিক, ইউনুস আলী মাস্টার, চিৎলা আ.লীগ সভাপতি মহাম্মদ। আরও ছিলেন খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফরিদ হাসান, আরাফাত হোসেন, হাবিব মেম্বার, কবির হোসেন, মুরছালিন কারু মেম্বার, রাজ্জাক মেম্বার, শাকিল হোসেন, সুমন ভুইয়া, শিশির মোল্লাসহ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিতসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়াতনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটিরি সদস্য মুহা. ওহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ জেলা বিএনপির সদস্য সদস্য জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম বাবলু ও পৌর বিএনপির সভাপতি মুন্সি মো. আওরঙ্গজেব বেল্টু। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মশিউর রহমান মিলন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল, সদর উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক নূর নবী ছামদানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সদর উপজেলা বিএনপির দফতর সম্পাদক জিল্লুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান, একরামুল হক, মিজানুর রহমান, মিলন মিয়া, জাহাঙ্গীর হোসেন, গোলাম রসুল ও মাসুদ রায়হান কাজল। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাজিব খান, শাহজাহান খান, জেলা ওলামা দলের আহ্বায়ক আনোয়ার হুজুর, রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী, উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, হাজি আকমত আলী, অ্যাড. বিল্লাল হোসেন, ওয়েভ কর্মকর্তা আমিরুল ইসলাম, জহির রায়হান প্রমুখ।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিজলগাড়ি বহুমুখি কওমি মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে শুক্রবার অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ হিজলগাড়ির কৃতীসন্তান ডা. ফকির মোহাম্মদের সভাপত্বিতে অনুষ্ঠনে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ইউপি সচিব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাদরাসা কমিটির সহসভাপতি ফয়জুর রহমান, বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী শামসুল হক, মাদরাসার সাধারণ সম্পাদক হাজী লিয়াকত হোসেন, পরিচালনা কমিটির সদস্য শাহীন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, হিজলগাড়ি বাজার কমিটির সভাপতি মাদরাসার কমিটির ক্যাশিয়ার মীর মফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যববাসী হাজি মোশারেফ হোসেন, রস্তুম আলী, হিজলগাড়ি বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মহর আলী, প্রেসক্লাব সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্বসহ অভিভাবক, দাতা সদস্য, উপদেষ্টা বৃন্দ। দোয়া পরিচালনা করেন- মাদরাসার ভারপ্রাপ্ত মুহাতামিম মাও. মুফতি আনোয়ার হুসাইন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের স্থানীয় জামে মসজিদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক। জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাও মো. মহিউদ্দিন সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি রুহুল আমীন। আরো উপস্থিত ছিলেন জীবননগরের থানা আমির অধ্যাপক খলিলুর রহমান, মাও. সাজেদুর রহমান, জামায়তের পৌর শাখার আমির জিয়উল হক, পৌর সেক্রেটারি বিল্লাল হোসেন প্রমুখ।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, আলমডাঙ্গার বাড়াদীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মোমিন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বাহারুল ইসলাম। একই অনুষ্ঠানে উপজেলা কমিটি গঠন করা হয়। আব্দুল মোমিনকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করেন নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদয়পুর শাখার সভাপতি নাজমুল ইসলাম, পাইকপাড়ার শাখার রফিকুল ইসলাম, বটিয়াপাড়া শাখার তানজিল হাসান প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ পোস্টাল (ইডি) শাখা ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয়করণ ও পে-স্কেলের দাবিতে শাখা পোস্ট মাস্টারদের আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

বাংলাদেশ পোস্টাল (ইডি) শাখা ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্জামান, মেহেরপুর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার আ.স.ম জহুরুল হক। অনুষ্ঠানে জেলার মোট ৩১টি শাখা পোস্ট অফিসের পোস্ট মাস্টাররা সেখানে উপস্থিত থেকে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক পরিমল সিংহ তাদের স্মারকলিপি গ্রহণ করেন। পরে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া-চুয়াডাঙ্গা রুটের সকল যানবাহনের ড্রাইভার ও শ্রমিকদের মাঝে ইফতারি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার তারা প্রায় ১শ জন ড্রাইভার ও শ্রমিকের মাঝে এ ইফতারি বিতরণ করেন। এ সময় চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ও আলমডাঙ্গা হাটবোয়ালিয়া চুয়াডাঙ্গা সড়কের বাস-ট্রাক, মাইক্রোবাসের ড্রাইভারদের হাতে ইফতারি তুলে দেন আলমডাঙ্গা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসুম রানা, সোহেল উদ্দিন, তরিকুল ইসলাম, মিলন, আশিক, সুজন, রানা, কাজল, তাজুল, মহন প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর পৌর ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর শহরে ভৈরব নদের গালার ধারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান  গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।