চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নুতন ভবনে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, সমন্বয়কারী তানভীর আহম্মেদ রুবেল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল বাতেন জোয়ার্দ্দার, মেডিকেল অফিসার ডা. চাঁদ সুলতানা, ডা. আফজালুর রশিদ, ডা. হাসিনা ফেরদৌস মৌ. ডা. লাইলা শারমীন, ডা. সাবিয়া শবনম, ডা. সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, আ. লীগ নেতা আকতার হোসেন, ফরজ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, সেলিম উদ্দিন বগা, মহাসিন আলী, আব্দুস সালাম ভূট্টু, হাসপাতাল দোকান মালিক সমিতির সভাপতি হাসানুজ্জামান শাহিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, ইসলামিক ফাউন্ডেশনের আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হাতেম আলী প্রমুখ। ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল বাতেন জোয়ার্দ্দার।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সালাম বিপ্লবের উদ্যোগে চিৎলা মোড়ে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনাসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ উদ্দিন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির যুগ্মসম্পাদক মানি খন্দকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা আব্দুস সালাম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সভাপতি আক্কাস বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আয়ব আলী, নজরুল ইসলাম, আশকার আলী, চুয়াডাঙ্গা ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, খাদিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সেরেগুল ইসলাম, মহিউদ্দিন ময়েন, মশিউর রহমান টানু, সহিদুল ইসলাম কালু, মশিউর রহমান, বিদ্যুৎ মিয়া, বাবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আইনাল হক, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন, আব্দুল্লাহ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক বেল্টু বিশ্বাস, শফিউল মেম্বার, হাবিবুর বাশার মেম্বার, জুয়েল হোসেন, আনোয়ার হোসেন, সাবেক মেম্বার কিতাব আলী, মিলু, হাফিজুল, হুমায়ন, খাব্বাব হোসেন, আইনাল, তুফান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা ঠাকুর ইসরাফিল বিশ্বাস।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় আ.লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা ২নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, সাত্তার মাস্টার। প্রধান অতিথি ছিলেন দর্শনা আ.লীগ নেতা আলী মুনসুর বাবু। উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শফিকুল আলম, পৌর কাউন্সিলর এনামুল হক, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, আজাদ, নেয়াজ, দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট, আমিরুল ইসলাম, মহিবুল, নাজিম উদ্দিন, আবু সাঈদ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, মাসুম, শফি, রায়হান প্রমুখ।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ জলিবিলা যুব সংঘ ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, সদর থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেন, হোয়াইট হাউজের সভাপতি সাবেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, জিল্লুর রহমান, যুগ্মসম্পাদক শঙ্কর শর্মা, দপ্তর সম্পাদক মেহেদি হাসান, হোয়াইট হাউজের উপদেষ্টা জাকির হোসেন, শাকিলুজ্জামান শাকিল, জিল্লুর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও যুবসংঘ ক্লাবের সভাপতি আক্তার হোসেন, হাফিজুর রহমান যুবলীগ নেতা শাহিন, মুছা, দিলীপ, ছাত্রলীগ নেতা মানিক, টিটু, মোমিন, ছোট জুয়েল, ইমু, ইমন, মিঠু, হিমেল, বিপ্লব, নাজিম, মামুন প্রমুখ।

                জামায়াতে ইসলামী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগরের আন্দুলবড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমিন। তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর জেল-জুলুম, নির্যাতন ও নিবন্ধন বাতিল করে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য মানবতাবিরোধী বিচারের নামে সম্পূর্ণ অন্যায়ভাবে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেয়ার ষড়যন্ত্র করছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই ইসলামী আন্দোলনের কর্মীরা সরকারের সকল ষড়যন্ত্রকে জীবন দিয়ে হলেও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলে প্রতিহত করবে। বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমির মহিউদ্দিন, আন্দুলবড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, হাফিজুর রহমান, দাউদ হোসেন প্রমুখ।