চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল ও ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম ও এসআই আবুল কালাম আজাদ গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় দামুড়হুদার লোকনাথপুর মাঝেরপাড়ার মৃত দরবেশ আলীর ছেলে শাহাজাহানের বাড়িতে অভিযান চালান। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে শাহাজাহান (৪৫) বাড়ি থেকে পালিয়ে যায়। পরে শাহাজাহানের স্ত্রীর স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩শ’ গ্রাম গাঁজা  উদ্ধার করা হয়। এদিকে একই দিনে দুপুর সাড়ে ১২টায় জেলা সদরের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালালে সে পালিয়ে রক্ষা পায়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তার ঘরে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর মাটির মেঝের নিচে পুতে রাখা অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আকন্দবাড়িয়ার শরিফুল ইসলাম ও লোকনাথপুরের শাহাজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।