চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দর্শনায় সফল অভিযান- প্রায় আড়াই কোটি টাকার হেরোইনসহ দামুড়হুদার ঊষা আটক

 

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম দর্শনায় অভিযান চালিয়ে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

কর্মকর্তারা জানান, হেরোইনসহ আটককৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন ঊষা (২৮)। তিনি দামুড়হুদা শহরের দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে এবং উদ্ধারকৃত হেরোইনের দাম ২ কোটি ৩৫ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা স্টেশন রোডের জেনারেটর কারখানার একটি বাক্সের ভেতর থেকে পলিথিন ব্যাগে রাখা হেরোইন উদ্ধার করা হয়। দুপুরের পর দামুড়হুদা মডেল থানায় মামলাসহ তাকে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় গত ৩ জুন পাবনার ফয়সাল হোসেন রনিকে (৩০) ৯শ’ গ্রাম হেরোইন, ২৫ মে জীবননগর-দর্শনা সড়কে গাড়ি থেকে ৬শ’ গ্রাম এবং ২৭ মে জীবননগরের সিংনগর গ্রামের মনিরুজ্জামান মনিরকে (৪০) ৪শ’ ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।