চুয়াডাঙ্গা বেলগাছি আছির উদ্দিন মাদরাসার শিক্ষক মাফির বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ছাত্রের বলাৎকার করেছেন চুয়াডাঙ্গা বেলগাছির আছির উদ্দিন মাদরাসার শিক্ষক মাফিজুর রহমান মাফি। দীর্ঘদিন ধরে তিনি এ কুকাম করে এলেও নাবালক ছাত্ররা ভয়ে মুখ খোলে না। একপর্যায়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে মাদরাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। শুধু তাই নয়, শিক্ষক মাফির সনদপত্র জাল বলেও কেউ কেউ অভিযোগ করেছেন। তিনি শিক্ষাগত যোগ্যতার জাল সনদপত্র দিয়ে ওই মাদরাসায় শিক্ষকতা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, বেলগাছি আছির উদ্দিন ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাফিজুর রহমান মাফি মাদরাসার ছাত্রদের বিভিন্ন কৌশলে ডেকে বলাৎকার করেন। কেউ সাহস করে না বললেও এক ছাত্র অবশেষে মুখ খুলেছে। সে জানায়, শিক্ষক মাফি তাকে লেখাপড়ার জন্য ডেকে নিয়ে বলাৎকার করেছেন। কিছু বলতে গেলেই ভয়ভীতি দেখান তিনি। গত বৃহস্পতিবারেও এ ধরনের ঘটনা ঘটান মাফি। বিষয়টি জানাজানি হলে বোর্ডিং শিশু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা মাদরাসা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্য শিক্ষকরা তাদেরকে শিক্ষক মাফির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে থামান। পরে মাদরাসা কর্তৃপক্ষ মাফির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে এলাকার কেউ কেউ জানায়। তবে শিক্ষার্থীদের দাবি শিক্ষক মাফিকে মাদরাসা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে।