চুয়াডাঙ্গা বিএডিসির শ্রমিক সর্দার মনোনয়ন নিয়ে বিরোধ : মোটরসাইকেল ভাঙচুর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএডিসি সর্দার লোকমানের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিএডিসি ফার্মের শ্রমিক সর্দার মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই দু পক্ষের বিরোধ চলছে। গত রাতে নূরনগর কলোনিপাড়া মোড়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে একদল যুবক। সেখানে দুটি মোটরসাকেল ভাঙচুর করে তারা। গতকাল সন্ধ্যায় লোকমান কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ধর্মতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও তেমন কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুয়াডাঙ্গার শ্রমিক সর্দার মনোনয়ন নিয়ে বিরোধ দীর্ঘদিনের। মাঝেমধ্যেই ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নূরনগর কলোনিপাড়ায় মহড়া দেয় একদল যুবক। তারা কলোনিপাড়ার গোলাম হোসেনের ছেলে শ্রমিক সর্দার লোকমানের মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় অপর পক্ষের একদল যুবক এলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএডিসি শ্রমিক সর্দার লোকমান হোসেন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কারামুক্ত তিনি। বাড়ি ফেরার পথে কলোনিপাড়ার ধর্মতলা মোড়ে স্থানীয়দের সাথে কথা বলার সময় তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। লোকমানের ওপর তেড়ে যায় একদল যুবক। তার ব্যবহৃত মোটরসাইকেলসহ সাথে থাকা একই এলাকার শাকিলের মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীন জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সেখানে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।