চুয়াডাঙ্গা বলদিয়ায় গরম পানিতে ঝলসে গেছে স্কুলছাত্র জয়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বলদিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে গরম পানিতে ঝলসে গেছে স্কুলছাত্র জয় দাসের শরীর। গতকাল বৃহস্পতিবার বিকেলে গরম পানিতে ঝলসানো অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয় দাস চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের বলদিয়া দাসপাড়ার সোকাল দাসের ছেলে। জয় বড়শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জয় দাস (৭) প্রাইভেট পড়তে যায় একই এলাকার দলু ইসলামের মেয়ে লাখি খাতুনের বাড়িতে। ঘরের মেঝেতে বসে পড়ছিলো জয়দাসসহ আরও ক’জন। জয়দাসের পাশেই ছিলো একটি ছোট টি টেবিল। সেখানে লাখি খাতুন ইলেকট্রিক জগে পানি গরম করতে দেয়। এ সময় লাখির ছোট ভাই ইয়ামিন টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় পানির জগে হাত লেগে ফুটন্ত পানি জয়দাসের শরীরে পড়ে। এতে তার ডান পাসহ শরীরের বেশকিছু জায়গা ঝলসে যায়। খবর পেয়ে জয়দাসের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।