চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ওই কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক লে. কর্নেল আজিজুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য আমরা সুন্দর পরিবেশ রেখে যেতে পারবো। এতে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা যেমন হলো, তেমনি মৃত্যুর পরও ওই কাজ সোয়াবের ওছিলা হয়ে থাকলো। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে নিজ দায়িত্বে তা পরিচর্যা করার আহ্বান জানান তিনি। এ সময় ফলজ ও ভেষজ ২শ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অতিরিক্ত পরিচালক আদনান বুলবুল ও অন্যান্য কর্মকর্তারাসহ হাসপাতালের স্টাফরা অংশ নেন। একই সাথে হাসপাতাল পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে দেশ, জাতি ও হাসপাতালের সার্বিক উন্নয়নে দোয়া করা হয়।