চুয়াডাঙ্গা পৌসভাধীন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

 

চুয়াডাঙ্গা পৌসভাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় ১ম ফেজের পুরাতন হাসপাতাল পাড়া ও মাঝের পাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে পুরাতন হাসপাতাল পাড়া মহলদারের গোডাউন থেকে মাথাভাঙ্গা নদী পর্যন্ত স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করণ ও মাঝের পাড়া শাহজাহান মেম্বার মোড় থেকে শেকরাতলা মোড় পর্যন্ত স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন, সংরক্ষিত কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, সুলতানা আরা রত্না, কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, গোলাম মস্তফা শেখ মাস্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ূব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন কবির. প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের এবং সংশ্লিষ্ট কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এসকেএন জয়েন্ট ভেনঞ্চারের প্রকৌশলী জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা শরীফুজ্জামান দুদু ও জ্যাকিসহ স্ব-স্ব এলাকার বাসিন্দাগণ। এ সময় উপস্থিতিরা বলেন চুয়াডাঙ্গা পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভাতে রূপান্তর করার লক্ষ্যে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক অবকাঠামো উন্নয়ন মূলক কাজ শুরু করেছেন। উক্ত স্থানে ড্রেন না থাকায় জনসাধারণের পানি নিষ্কাশনের চরম অসুবিধা হচ্ছিলো। ড্রেন ২টি নির্মাণ হলে ড্রেনেজ সুবিধা পাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এ সময় মেয়র পৌরসভার প্রকৌশলী, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলকে ভালো কাজ করার জন্য পরামর্শ দেন। একই সাথে সকলের সহযোগিতা করার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি।