চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার একজনের জালিয়াতির অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার শওকত আলীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। তিনি বিভিন্ন সময় নিজের পরিচয় গোপন করে বিভিন্ন বাড়ি ও জায়গা জমি জাল করেন। এছাড়া পরিচয় গোপন করেই ক্ষান্ত হননি তিনি। জালসনদপত্র তৈরি করে ব্যাংক থেকে লোনও নিয়েছেন। এ অবস্থায় সর্বশেষ তিনি ১০টি বাড়ি, আনুমানিক ২০ দোকান ঘর জাল করার জন্য পৌরসভা থেকে নিজের অসল পরিচয় গোপন করে অন্যের নামে ওয়ারিশ সনদ নিয়ে কোটি কোটি টাকার সম্পদ জাল করার চেষ্টা করেন। তার এমন কাণ্ডে শত শত মানুষ বিস্মিত হয়ে পড়েছেন। এক পর্যায়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চোধুরী জিপু বিষয়টি জানতে পেরে পৌরসভা কর্তৃক প্রদত্ত জাল সনদপত্রটি বাতিল করেন। অভিযোগকারীরা জানান, কিষাণ মেশিনারিজের বাড়ি ও জমি জাল করার জন্য ওয়ারিশ সনদপত্র পৌরসভা থেকে উত্তোলন করেন শওকত আলী। ১৩ আগস্ট ২০০২ ও ১৫ জুলাই ২০১২ তারিকে ক্রমিক নং ২৬৯৯ সনদটি নিজের তৈরি। তারপর চলমান অবস্থায় বর্তমানে তিনি ২২ মার্চ ২০১৭ তারিখে ২৭১৫ ক্রমিক নম্বরের আরও একটি সনদ পৌরসভা থেকে উত্তোলন করেন। ওই সনদপত্র পরীক্ষা নিরীক্ষা করে বর্তমান পৌর কর্তৃপক্ষ যাচাই বাছাই করে ২২ মার্চ ২০১৭ তারিখে ২৭১৫ নং ওই জাল ওয়ারিশ সনদটি বাতিল ঘোষণা করে। ফলে শওকত আলীর হাত থেকে অনেক মানুষ রক্ষা পেলো বলে ভুক্তভোগীরা মনে করে। দীর্ঘদিন ধরে জমিজমা জাল করে আসা ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা দরকার বলেও অভিযোগকারীরা জানান।